পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ
আসসালামু 'য়ালাইকুম! পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ কি হাদিস সম্মত? এ বিষয়ে ওলামায়ে কেরাম কি বলেছেন? সে বিষয়ে আলোচনা করব।নামাজ হলো ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ এবং প্রধান ইবাদত। কালিমার পরেই নামাজের অবস্থান। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ফরজ করেছেন। পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত করাও ফরজ। শুধু পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত করা নয় যেকোনো কাজের নিয়ত করাই ফরজ। আজকে আর্টিকেলে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ এ বিষয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ।
পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত আরবিতে
নিয়ত হলো ইচ্ছা। নামাজের আগে নিয়ত করা ফরজ। নামাজের নিয়ত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ইবাদতের নিয়ত করা ফরজ। নিয়ত ব্যতীত ইবাদত হয় না। প্রত্যেক ব্যক্তি যেটার নিয়ত করেছে সেটার জন্য সেই ব্যক্তি সাওয়াব পাবে।
তবে নিয়ত মুখে বলা ফরজ কিংবা সুন্নত কোনোটিই নয়। নিয়ত করা হয় মন থেকে কিন্তু নিয়ত বলা হয় মুখ থেকে যেমন 'নাওয়াইতু আন...' নিয়ত বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাদেরকে নিয়ত বলা শিখিয়ে যান নি। কিন্তু আমরা ছোটবেলা থেকেই মুখে নিয়ত বলা 'নাওয়াইতু আন...' শিখেছি যা বক্তাদি কায়দায়; কিন্তু মক্কা মদিনার কায়দায় এটি জায়েজ নেই।
প্রায় সকল ওলামায়ে কেরাম একমত পোষণ করেছেন যে, এই ধরনের নিয়ত করা বিদায়াত। কেননা সুন্নাহ দ্বারা এই ধরনের নিয়ত সাব্যস্ত হয়নি। অন্তরের ইচ্ছা প্রকাশ করাই হলো নিয়ত এর জন্য কোন ভাষার প্রয়োজন নেই।
যেহেতু আমরা ছোট থেকে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত আরবিতে শিখে এসেছি এবং পালন করছি তাই আজকে আপনাদের সামনে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ উপস্থাপন করছি। তবে আমরা যেন এই বিদায়াত কে বর্জন করে রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে পারি ; আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং হেদায়েত দান করুন।
যদিও আমি পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ দিয়েছি কিন্তু আমরা চেষ্টা করব মুখে নিয়ত না বলে ফরজ তরিকায় অন্তরের সংকল্প করে নিয়ত করার। নিম্নে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ দেওয়া হল—
ফজরের নামাজ কয় রাকাত
পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ফরজ করেছেন। তবে এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অন্য সব ওয়াক্তের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। ফজরের নামাজের মাধ্যমে মুমিনের দিবসের সূচনা হয়। পবিত্র কুরআন আল্লাহ তায়ালা 'ফজরের' কসম করেছেন। এর থেকে এটাই স্পষ্ট যে আল্লাহতালা ফজরের ওয়াক্ত নামাজের গুরুত্ব অন্য ওয়াক্ত নামাজের তুলনায় বেশি।
ফজরের নামাজ চার রাকাত। দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ। অনেকে আবার দুই রাকাত নফল নামাজ আদায় করে থাকেন। নিম্নে ফজরের নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ দেওয়া হল।
ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ سُنَّةُ رَسُوْلُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণ : নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লা-হি তা’আ-লা রক’আতাই সলাতিল ফাজরি সুন্নাতু রসু-লুল্ল-হি তা’আ-লা মুতাওয়াজ্জিহা-ন ইলাজিহাতিল কা'বাতিশ শারী-ফাতি আল্ল-হু আকবার।
বাংলা অর্থ : ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহ সবচেয়ে মহান।
ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ فَرْضُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা অর্থ : ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহ সবচেয়ে মহান।
যোহরের নামাজ
আল্লাহতালা মুসলমানদের জন্য মেরাজের সময় পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেন।মেরাজ থেকে ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যোহরের নামাজ আদায় করেন।
যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ
বাংলা অর্থ : যোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহ সবচেয়ে মহান।
যোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ
বাংলা অর্থ : যোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহ সবচেয়ে মহান।
যোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ
বাংলা অর্থ : যোহরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহ সবচেয়ে মহান।
আসরের নামাজ কয় রাকাত
আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ
বাংলা অর্থ : আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহ সবচেয়ে মহান।
মাগরিবের নামাজ
মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ
বাংলা অর্থ : মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহ সবচেয়ে মহান।
মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ سُنَّةُ رَسُوْ ا الِلَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা অর্থ : মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহ সবচেয়ে মহান।
এশার নামাজ কয় রাকাত
এশার চার রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ
বাংলা অর্থ : এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহ সবচেয়ে মহান।
এশার দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ
বাংলা অর্থ : এশার দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহ সবচেয়ে মহান।
এশার তিন রাকাত বিতর নামাজের নিয়ত আরবিতে ও বাংলা অর্থসহ
বাংলা অর্থ : এশার তিন রাকাত বিতর নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহ সবচেয়ে মহান।