মোনাজাতের দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এর ফজিলত

মোনাজাত অর্থ হল চাওয়া বা প্রার্থনা করা। মোনাজাতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের প্রয়োজনচেয়ে নেয়। যে বান্দা আল্লাহর কাছে চায়, তার উপর আল্লাহতালা খুশি হন। আল্লাহ তাআলা বলেছেন, আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করবো। তাই আমাদের বেশি বেশি করে দুই হাত তুলে মোনাজাতে আল্লাহর কাছে চাইতে হবে। পবিত্র কুরআনের মোনাজাতের দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এরমধ্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের ভয়াবহ আগুন থেকে মুক্তির দোয়া একত্রিত হয়েছে। আজকে আর্টিকেলে  মোনাজাতের দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এর ফজিলত সম্পর্কে সাজানো হয়েছে। 



মোনাজাতের দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এর ফজিলত



মোনাজাতের দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এর ফজিলত

মোনাজাতের দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এর ফজিলত ও আমল অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ছোট এ দোয়াটি কে পবিত্র কুরআনে বর্ণিত সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় মোনাজাতের দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও দোয়াটি অনেক বেশি পাঠ করতেছে। 


পবিত্র কুরআনের সুরা বাকারার ২০১ নম্বর আয়াত রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এর ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে হাদিসে এসেছে, বিশিষ্ট তাবেঈ হযরত কাতাদা রাহিমাহুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি করতেন? জবাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 'রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ...' দোয়ার কথা জানালেন। 


আনাস রাদিয়াল্লাহু আনহু যখন দোয়া করতেন তখনই দোয়াতে উক্ত আয়াতকে প্রার্থনা রূপে পাঠ করতেন। এমন কি কেউ তার কাছে দোয়া চাইলে তাকেও তিনি এই দোয়া দিতেন। 


আনাস রাদিয়াল্লাহু আনহু মোনাজাতের দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এর ফজিলত সম্পর্কে মন্তব্য করে বলেন, আল্লাহ তাআলা এ দোয়ায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির  প্রার্থনা একত্রিত করে দিয়েছেন। 


মোনাজাতের দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এর ফজিলত সম্পর্কে আরেকটি বর্ণনায় এসেছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির ছোট্ট এ দোয়াটি হজ ওমরাহর সময় কিংবা যেকোন তাওয়াফের সময় রোকনে ইয়ামেনী এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে পড়া সুন্নত। 


হযরত আব্দুল্লাহ ইবনে সায়েব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের দুই রোকনের (রোকনে ইয়ামেনি থেকে রোকনের হাজরে আসওয়াদ) মাঝে এ দোয়া পড়তে শুনেছি। [ আবু দাউদ]


মোনাজাতের দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও এর ফজিলত সম্পর্কে অন্য এক হাদিসের বর্ণনা এসেছে, সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তখন বৃদ্ধ, চলতে ফিরতে অক্ষম। তার কাছে বসরা থেকে একদল লোক এসে বললেন, 'হে আনাস রাদিয়াল্লাহু আনহু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। আপনার মত সৌভাগ্যবান মানুষের কাছ থেকে শুধু দোয়া নিতে আমরা বসরা থেকে এসেছি। আমাদের জন্য দোয়া করুন।'


তখন আনাস রাদিয়াল্লাহু আনহু তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে 'রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ...' করে দোয়া করলেন। বসরার  লোকেরা বললেন, আরো কিছু দোয়া করুন। আনাস রাদিয়াল্লাহু আনহু আবারও একই দোয়া করলেন।  আনাস রাদিয়াল্লাহু আনহু কয়েকবার এ দোয়া করলেন। এবং তাদের বললেন, 'আমি শ্রেষ্ঠতম দোয়াটিই  করেছি। যদি এই একটি দোয়া কবুল হয়, তবে তোমাদের জন্য যা কিছু প্রয়োজন, সবই এর বরকতে পূরণ হয়ে যাবে। '



মোনাজাতের দোয়া আরবিতে


ﺭَﺑَّﻨَﺎ ﺁﺗِﻨَﺎ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻓِﻲ ﺍﻵﺧِﺮَﺓِ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻗِﻨَﺎ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟﻨَّﺎﺭِ 



মোনাজাতের দোয়া বাংলা উচ্চারণ

রব্বানা- আ-তিনা ফিদ্দুনইয়া-  হাসানাতাও ওয়া ফিলআ-খিরতি  হাসানাতাও  ওয়া ক্বিনা- 'আ জা-বান-নার  ।  



রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও বাংলা অর্থ

হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে যা কল্যাণকর, পরকালে যা কল্যাণকর তা দান করুন, আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করুন। [ সূরা আল বাকারা, আয়াত : ২০১]



রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া কোন সূরার কত আয়াত?

মোনাজাতের দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা বাকারার ২০১ নাম্বার আয়াত। দোয়ার এ আয়াতটি আল্লাহ তায়ালা মুমিন মুসলমানদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের ভয়াবহতা থেকে মুক্তির উপশম হিসেবে নাযিল করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি প্রায়ই করতেন। 


হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এ দোয়া করতেন। [ বুখারী ; মুসলিম]


সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দুনিয়া, আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তির জন্য প্রত্যেক মুমিন মুসলমানের উচিত বেশি বেশি করে ফরজ নামাজের পর মোনাজাতের দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও দোয়া পাঠ করা। 


কেননা হাদিসের বর্ণনায় এসেছে, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। এছাড়াও দ্বীনের যে কোন সময় আল্লাহর কাছে এই দোয়া পড়ে প্রার্থনা করা যায়। আল্লাহ তাআলা সবাইকে এই উত্তম আমল করার তৌফিক দান করুন, আমীন।
Next Post Previous Post