হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম
হযরত মুহাম্মদ সাঃ ৫৯৫ খ্রিস্টাব্দে ২৫ বছর বয়সে, ৪০ বছর বয়সী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৯৩ খ্রিস্টাব্দে ২৩ বছর বয়সে খাদিজা (রাঃ) এর ব্যবসার দায়িত্বভার গ্রহণ করেন।হযরত মুহাম্মদ সাঃ এর চাচা আবু তালেবের নির্দেশে খাদিজা (রাঃ) -এর আগ্রহে তাদের বিয়ে সম্পন্ন হয়। খাদিজা (রাঃ) -এর আগে দুবার বিয়ে হয়েছিল, তারা উভয়ই মারা যায়। আজকে আর্টিকেলে আলোচনা করব হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম এবং তার কতজন সন্তান ছিলেন এই বিষয়ে।
হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম
হযরত মুহাম্মদ সাঃ ২৫ বছর বয়স থেকে ৫২ বছর বয়স পর্যন্ত তার দাম্পত্য জীবনের দীর্ঘ ২৭ বছর স্ত্রী খাদিজা (রাঃ) -এর সাথে অতিবাহিত করেন। হযরত মুহাম্মদ সাঃ এর সাথে বিয়ের পূর্বে খাদিজা (রাঃ) -এর মৃত স্বামীদ্বয়ের সন্তানের মা ও তিনি ছিলেন। তার পূর্ব স্বামীর সন্তানরা ইসলাম গ্রহণ করেন এবং সবাই সাহাবী ছিলেন।
হযরত মুহাম্মদ সাঃ এর ৮ জন সন্তান ছিলেন। তার মধ্যে খাদিজা (রাঃ) -এর গর্ভজাত সন্তান হলেন সাতজন। মনে করা হয়, অন্যজন হলেন রাসুল সাঃ এর আরেক স্ত্রী মারিয়া কিবতিয়া (রাঃ) -এর গর্ভজাত সন্তান।
হাদিসে এসেছে, হযরত মুহাম্মদ সাঃ এর সর্বমোট তিন পুত্র ও চার কন্যা ছিল।ইব্রাহিম ছাড়া বাকি ৬ সন্তানের সবাই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহুর গর্ভজাত।তিনি বেঁচে থাকা অবধি রাসুল সাঃ দ্বিতীয় বিবাহ করেননি।
[ সহীহ মুসলিম : ২৪৩৬]
হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম তিন পুত্র কাসেম (রাঃ), তাহের তৈয়ব (রাঃ), আব্দুল্লাহ (রাঃ) এবং চার কন্যা জয়নব (রাঃ), রুকাইয়া (রাঃ), উম্মে কুলসুম (রাঃ) ও ফাতিমা (রাঃ)। এরা সবাই খাদিজা (রাঃ) -এর গর্ভজাত সন্তান।হযরত মুহাম্মদ সাঃ এর সর্বশেষ পুত্রের নাম ইব্রাহিম। তিনি ছিলেন মিশরীয় দাসী মারিয়া কিবতিয়া (রাঃ) -এর গর্ভজাত সন্তান।
হযরত খাদিজার কয়টি সন্তান ছিল?
হযরত খাদিজা (রাঃ) -এর সাতটি মতান্তরে ছয়টি সন্তান ছিল। তারা হলেন, পুত্র কাসেম (রাঃ), তাহের তৈয়ব (রাঃ), আব্দুল্লাহ (রাঃ) এবং চার কন্যা জয়নব (রাঃ), রুকাইয়া (রাঃ), উম্মে কুলসুম (রাঃ) ও ফাতিমা (রাঃ)।
হযরত মুহাম্মদ সাঃ এর প্রথম সন্তানের নাম কি?
হযরত মুহাম্মদ সাঃ এর প্রথম সন্তানের নাম কাসেম (রাঃ)। আরবের প্রথা অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম নির্ধারণ করা হয় বড় ছেলে কাসেমের নামের সাথে মিল রেখে আবুল কাসেম। তিনি ১৭ মাস বয়সেই মারা যায়।
হযরত মুহাম্মদ সাঃ কয়টি সন্তান হারিয়েছেন?
হযরত মুহাম্মদ সাঃ এর জীবদ্দশায় সাত সন্তানের মধ্যে ৬ জনকেই হারিয়েছেন। বড় ছেলে সন্তান কাসেম ১৭ মাস বয়সে ইন্তেকাল করেন। অন্য ছেলেরাও শৈশবে ইন্তেকাল করেন। মারিয়া কিবতিয়া (রাঃ) -এর গর্ভজাত সন্তান ইব্রাহিম দুধ ছাড়ার আগেই ১৮ মাস বয়সে ইন্তেকাল করেন। তিনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন।
হযরত মুহাম্মদ সাঃ এর নবুওয়াত লাভের পর পুত্র আব্দুল্লাহ জন্মগ্রহণের কিছুদিন পরেই মৃত্যুবরণ করায় কুরাইশ নেতারা হযরত মুহাম্মদ সাঃ কে 'আবতার' বা নির্বংশ বলে অভিহিত করেন। তখনকার আরবের প্রথা অনুযায়ী কারো পুত্র সন্তান হতে দেরি হলে এবং পুত্র সন্তান হয়ে মারা গেলে ওই ব্যক্তিকে 'আবতার' বা নির্বংশ বলে অভিহিত করতো।
মেয়েদের মধ্যে সবাই বিবাহিত হন এবং হিজরত করেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি মেয়ে সন্তান হযরত মুহাম্মদ সাঃ এর জীবদ্দশায় ইন্তেকাল করেন।ফাতিমা রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাঃ এর মৃত্যুর ৬ মাস পরে ইন্তেকাল করেন।
হযরত মুহাম্মদ সাঃ এর প্রথম কন্যা কে ছিলেন?
হযরত মুহাম্মদ সাঃ এর কন্যা সন্তানদের মধ্যে প্রথম কন্যাকে সে বিষয়ে মতপার্থক্য রয়েছে। তবে প্রসিদ্ধ মতে জয়নব ছিলেন প্রথম কন্যা বা বড় কন্যা এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ছোট কন্যা ছিলেন।