হযরত মুহাম্মদ সাঃ এর পুরো নাম
সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ এর পুরো নাম ছাড়াও একাধিক গুণবাচক নাম রয়েছে। তবে তার একাধিক গুণবাচক নাম সম্পর্কে পন্ডিতমহলে মতপার্থক্য রয়েছে। তাই নির্ধারণ করে তার গুণবাচক নামসমূহ বলা অসম্ভব। তবে সিরাত গবেষকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সংখ্যা ৯৯ থেকে সর্বোচ্চ ১ হাজার পর্যন্ত উল্লেখ করেছেন। আজকে আর্টিকেলে আমরা হযরত মুহাম্মদ সাঃ এর পুরো নাম সম্পর্কে আলোচনা করব।
হযরত মুহাম্মদ সাঃ এর পুরো নাম
হযরত মুহাম্মদ সাঃ মক্কার বিখ্যাত বনূ হাশেম বংশের ১২ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাঃ এর মাতার নাম আমিনা ওয়াহাব এবং পিতার নাম আব্দুল্লাহ বিন মুত্তালিব।
আরব সমাজের রীতি অনুযায়ী হযরত মুহাম্মদ সাঃ এর পুরো নাম 'আবুল কাসিম মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আল হাশিমি' । বাংলায় যার অর্থ দাঁড়ায়, 'কুরাইশ গোত্রের আব্দুল মানাফের পুত্র হাশিম, হাশিমের পুত্র আবদুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ এবং আব্দুল্লাহুর পুত্র কাসিমের পিতা মুহাম্মদ।
এখানে আবুল কাশিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত বা উপনাম।
তিনি অপূর্ব সুষমা মণ্ডিত শিশু নবীর মুখের দিকে তাকিয়ে আনন্দ অশ্রু সজল চোখে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করেন। একান্ত আনন্দঘন এ মুহূর্তে তিনি এটাও স্থির করে ফেলেন, তার নাম রাখা হবে "মুহাম্মদ"। আরববাসীর নামের তালিকায় মুহাম্মদ একটি অভিনব নাম ছিল।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা আমিনা বিনতে ওয়াহাব তার নাম রাখেন "আহমদ" যার অর্থ- প্রশংসাকারী।
উপাধি
হযরত মুহাম্মদ সাঃ এর নবুওয়াত লাভের পূর্বেই 'হাজরে আসওয়াদ' কাবা গৃহের যথাস্থানে রাখা নিয়ে মক্কার বিভিন্ন গোত্রের মধ্যে সংঘাতপূর্ণ বিষয়টি বিচক্ষণতার সহিত সুষ্ঠু সমাধানের প্রেক্ষিতে কুরাইশ নেতারা সম্মিলিতভাবে তাকে 'আল-আমিন' (বিশ্বস্ত) উপাধিতে ভূষিত করেন।
মুহাম্মদ শব্দের অর্থ কি?
'মুহাম্মদ' শব্দের অর্থ- প্রশংসিত, যিনি প্রশংসা পান বা যিনি প্রশংসারযোগ্য। মুহাম্মদ নামটি আরবি ভাষার 'হামদ' শব্দ থেকে এসেছে যার অর্থ প্রশংসা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ। আরববাসীর নামের তালিকায় এটি একটি অভিনব নাম ছিল।
হযরত মুহাম্মদ সাঃ আসল নাম কি?
হযরত মুহাম্মদ সাঃ এর উপনাম কি?
হযরত মুহাম্মদ সাঃ এর উপনাম বা কুনিয়াত হলো— আবুল কাসিম। আরব সমাজের প্রথা অনুযায়ী কুনিয়া বা উপনাম প্রথম পুত্রের নামের উপর ভিত্তি করে দেওয়া হয়। তাই হযরত মুহাম্মদ সাঃ এর বড় ছেলে কাসিমের নামের সঙ্গে যুক্ত করে তার এ উপনাম বা কুনিয়াত 'আবুল কাসিম' বা কাসিমের পিতা নির্ধারণ করা হয়।
কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে 'আবুল বানাত' (কন্যাদের পিতা) হিসেবেও অবিহিত করেছিলেন। কেননা তার সাত সন্তানের মধ্যে চারজনই ছিল কন্যা সন্তান।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার নামে নাম রাখো। কিন্তু আমার উপ নামে নামকরণ করো না। নিশ্চয়ই আমি আবুল কাসিম।তোমাদের মাঝে বন্টন করি। [ সহীহ মুসলিম : ২১৩৩]
রাসুল সাঃ এর ডাক নাম কি ছিল?
রাসুল সাঃ এর ডাক নাম বা উপনাম বা কুনিয়াত ছিল 'আবুল কাসিম'।নবুওয়াত লাভের পূর্বে মক্কার কুরাইশ নেতারা সম্মিলিতভাবে তাকে 'আল-আমিন' (বিশ্বস্ত) উপাধিতে ভূষিত করেন। তাই তাকে 'আল-আমিন' ডাকনামে ডাকা হতো।
হযরত আবু মুসা আশআরি রাঃ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নিজের নাম এভাবে বলতেন যে, 'আমি মুহাম্মদ , আহমদ, মুকাফফি, হাশির, নাবিউত তাওবা , নাবিউর রহমান।'
এছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 'মুস্তফা', 'মাহমুদ' নামেও ডাকা হয়।