হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকা

হযরত মুহাম্মদ সাঃ বনূ হাশেম বংশের কুরাইশ গোত্রে মক্কায় ৫৭০ মতান্তরে ৫৭১ খ্রিস্টাব্দ, ২০ এপ্রিল আরবী মাসের ১২ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদিকের সময় জন্ম গ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাঃ এর জন্ম তারিখ নিয়ে মতপার্থক্য রয়েছে। পূর্ববর্তী আর্টিকেলে হযরত মুহাম্মদ সাঃ এর জন্ম তারিখ নিয়ে আলোচনা করেছি।আজকে আর্টিকেলে আলোচনা করবো হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকা বিষয়ে। 



হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকা



হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকা

আল্লাহর সত্য প্রচারের জন্য যুগে যুগে আল্লাহ তায়া’লা নবী-রাসুলগণ প্রেরণ করেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ ছিলেন আল্লাহ তায়ালার প্রেরিত  আমাদের সর্বশেষ নবীও রাসূল।মানব জাতির আদি পিতা হযরত আদম (আ.) এর বংশধর হযরত মুহাম্মদ সাঃ পর্যন্ত। 


হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকা বিষয়ক বংশাবলি বিশেষজ্ঞগন এবং ঐতিহাসিকগণ হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকাকে তিনটি পর্যায়ে ভাগ করে আলোচনা করেছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এ পর্যায়ের সিদ্ধান্ত ও আলোচনার ক্ষেত্রে কিছুটা ভুল-ভ্রান্তি রয়েছে। 


ঐতিহাসিকগণ ও বিশেষজ্ঞগণ হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকাকে বংশ পরিক্রমা আনুযয়ী যে তিনটি পর্যায়ে আলোচনা করেছেন তা নিম্নে দেওয়া হলো- 



হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকার প্রথম পর্যায় 

হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকার প্রথম পর্যায়  হযরত মুহাম্মদ সাঃ হতে আদনান পর্যন্ত। এ পর্যায়ের বিশুদ্ধতা নিয়ে ঐতিহাসিকগণ এবং বংশাবলি বিশেষজ্ঞগণ একমত হয়েছেন। হযরত মুহাম্মদ সাঃ হতে আদনান পর্যন্ত উপরের দিকে গণনা করতে হবে। 


হযরত মুহাম্মদ (সাঃ) বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব (শায়বা) বিন হাশেম আমর  বিন আবদে মানাফ মুগীরাহ বিন কুসাই যায়েদ বিন কিবাল বিন মুররাহ বিন কাব বিন লুওয়াই বিন গালিব বিন ফিহর।তার উপাধি ছিল কুরাইশ এ সূত্রে কুরাইশ বংশের উদ্ভব বিন মালেক বিন নাযব কায়েস বিন কেনানা বিন খুযায়মা বিন মুদরেকা আমের বিন ইলিয়াস বিন মুযার বিন নাযর বিন মায়াদ্দ বিন আদনান 



হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকার দ্বিতীয় পর্যায়

হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকার দ্বিতীয় পর্যায়ের বিশুদ্ধতা সম্পর্কে ঐতিহাসিক ও বংশাবলি বিশেষজ্ঞগণের মধ্যে দ্বিমত রয়েছে। আদনান হতে ইব্রাহিম (আঃ) পর্যন্ত  উপরের দিকে গণনা করতে হবে। 


আদনান বিন আদ বিন হামিসায়া বিন সালমান বিন আউস বিন বুয বিন কাওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হেযা বিন বালদাস বিন ইযাদলাফ বিন তারিফ বিন জাহিম বিন নাহিস বিন মাখী বিন আইস বিন আবকার বিন উবাইদ বিন আদদোয়া বিন হামদাদ সুনবর বিন ইয়াসরীবি বিন ইয়াহয়ুন বিন ইয়ালহান বিন আরআওয়া বিন আইয বিন যীশন বিন আইসার বিন আফনাদ বিন আইহাম বিন মুকশির বিন নাহিস যারেহ বিন সুমাই বিন মুযী বিন আওয়াহ বিন এরাম বিন কাইদার বিন ইসমাঈল (আঃ) বিন ইব্রাহিম (আঃ)। 



হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকার তৃতীয় পর্যায়

হযরত মুহাম্মদ সাঃ এর বংশ তালিকার তৃতীয় পর্যায়ের বংশ পরিক্রমা হলো ইব্রাহিম (আঃ) থেকে আদি পিতা আদম (আঃ) পর্যন্ত। বিশেষজ্ঞদের  মতে এ পর্যায়ের আলোচনা ও সিদ্ধান্তে কিছুটা ভুল-ভ্রান্তি রয়েছে। ইব্রাহিম (আঃ) হতে  আদম (আঃ) পর্যন্ত   উপরের দিকে গণনা করতে হবে। 


ইব্রাহিম (আঃ) বিন তাবেহ আযর বিন নাহুর বিন সারুহ বিন রাউ ফালেখ বিন আবের বিন শালেফ বিন আরফাখশাদ বিন শাম বিন নূহ (আঃ) বিন লামেক বিন মাতুশলখ বিন আখনুন ( কথিত,  এ নাম ছিল ইদ্রিস (আঃ) -এর) বিন ইয়াদ বিন মহালায়েল বিন কায়নান বিন আনুশ বিন শীশ বিন আদম (আঃ)



হযরত মুহাম্মদ সাঃ এর বংশ পরিচয়

হযরত মুহাম্মদ সাঃ ইব্রাহিম আঃ পুত্র ইসমাঈল আঃ -এর বংশোদ্ভূত। মক্কার বিখ্যাত হাশেমী বংশের কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাঃ এর পরিবার তার প্রপিতামহ হাশেম বিন আবদে মানাফ হতে পারিবারিক পরিচয়ের মূল সূত্র ধরায় হাশেমি পরিবার নামে প্রসিদ্ধ ছিল। তাই হযরত মুহাম্মদ সাঃ এর বংশ পরিচয় হিসেবে হাশেমী বংশের ধরা হয়। হযরত মুহাম্মদ সাঃ কে  বলা হয় বনি ইসমাইলইব্রাহিম আঃ পুত্র ইসহাক  (আঃ) -এর ঔরসে সকল নবীগণকে বলা হয় বনি ইসরাইল । 



মুহাম্মদ সাঃ কার বংশধর?

হযরত মুহাম্মদ সাঃ এর পরিবার তার প্রপিতামহ হাশেম বিন আবদে মানাফ হতে পারিবারিক পরিচয়ের মূল সূত্র ধরায় হাশেমি পরিবার নামে প্রসিদ্ধ ছিল। সে সূত্র ধরেই হযরত মুহাম্মদ সাঃ কে হাশেমী বংশধর বলা হয়।



মহানবী সাঃ কোন নবীর বংশধর

হযরত মুহাম্মদ সাঃ নবী হযরত ইসমাঈল (আঃ) -এর বংশধর। ইব্রাহিম (আঃ) দুই পুত্র।আল্লাহ তায়ালা তাদের দুজনকেই নবী হিসেবে প্রেরণ করেছেন। বড়ো ছেলে ইসমাইল (আঃ) এবং ছোট  ছেলে ইসহাক  (আঃ)। ছোট পুত্র ইসহাক  (আঃ) -এর ঔরসে বংশ পরিক্রমায় লক্ষাধিক নবী আসেন এবং প্রত্যেক নবী ঘোষণা দিয়ে তার সন্তানকে বলে যান, সবশেষে একজন নবী আসবেন, যে হবেন সর্বশ্রেষ্ঠ নবী এবং আখেরী নবী মুহাম্মদ। 


অন্যদিকে ইসমাঈল (আঃ) -এর ঔরসজাত বংশে কোন নবী না আসায় সবাই মনে করল যে শেষ নবীও তাদের বংশে আসবেন। কিন্তু মহান আল্লাহ ইব্রাহিম আঃ পুত্র ইসমাঈল আঃ -এর বংশে বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ ও আখেরী নবী হযরত মুহাম্মদ সাঃ -কে প্ররণ করেন। তাই হযরত মুহাম্মদ সাঃ কে  বলা হয় বনি ইসমাইল । ইব্রাহিম আঃ পুত্র ইসহাক  (আঃ) -এর ঔরসে সকল নবীগণকে বলা হয় বনি ইসরাইল । 

Next Post Previous Post