হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রীদের নাম
হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রী কতজন তার সংখ্যা নিয়ে ইসলামের ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিভিন্ন মত অনুযায়ী হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রী সংখ্যা কারো মতে ৯ জন, কারো মতে ১১ জন, অন্য একটি মতে ১৩ জন। তবে প্রসিদ্ধ মতামত হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ১১ জন। রাসূল সাল্লাল্লাহু সালামের জীবদ্দশায় তার দুজন স্ত্রী ইন্তেকাল করেন। তারা হলেন খাদিজা (রাঃ) এবং জয়নব বিনতে খুযায়মা। বাকি ৯ জন স্ত্রী রেখে হযরত মুহাম্মদ সাঃ ইন্তেকাল করেন। আজকে আর্টিকেলটি সাজানো হয়েছে হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রীদের নাম এই বিষয়ে।
হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রীদের নাম
প্রসিদ্ধ মতে হযরত মুহাম্মদ সাঃ এর ১১ জন স্ত্রী ছিলেন। তাদের মধ্যে দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন।হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রীদের নামের পূর্বে বা পরে সম্মানার্থে "উম্মুল মুমিনীন" উপাধি ব্যবহার করা হয়। যার অর্থ 'বিশ্বাসীদের মা বা মুমিনদের মা' যা কুরআনে উল্লেখ রয়েছে।
হযরত মুহাম্মদ সাঃ এর ১১ জন স্ত্রীর নাম হল
১. উম্মুল মুমিনীন খাদিজা বিনতে খুওয়াইলিদ
২. উম্মুল মুমিনীন সাওদা বিনতে জামআ
৩.উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ)
৪. উম্মুল মুমিনীন হাফসাহ বিনতে উমর
৫. উম্মুল মুমিনীন জয়নব বিনতে খুযায়মা
৬. উম্মুল মুমিনীন উম্মে সালমাহ বিনতে আবি উমাইয়া (রাঃ)
৭. উম্মুল মুমিনীন জয়নব বিনতে জাহশ
৮. উম্মুল মুমিনীন জুওয়াইরিয়া বিনতে আল-হারিস (রাঃ)
৯. উম্মুল মুমিনীন উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান
১০. সাফিয়া বিনতে হুওয়াই
১১. মায়মুনা বিনতে আল-হারিস
উপপত্নী দুইজন
১২. রায়হানা বিনতে জায়েদ
১৩. মারিয়া আল-কিবতিয়া
হযরত মুহাম্মদ সাঃ এর মোট ১৩ জন স্ত্রী ও উপপত্নীর মধ্যে একমাত্র আম্মাজান আয়িশা (রাঃ) কুমারী নারী ছিলেন।
মহানবীর কয়জন স্ত্রী ছিল?
হযরত মুহাম্মদ সাঃ এর প্রথম স্ত্রীর নাম কি
হযরত মুহাম্মদ সাঃ এর প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদ। ২৩ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুওয়াইলিদ এর ব্যবসা দেখাশোনার ভার নেন এবং হযরত মুহাম্মদ সাঃ এর ২৫ বছর বয়সে ৪০ বছর বয়সী নারী খাদিজা বিনতে খুওয়াইলিদকে বিয়ে করেন।খাদিজা (রাঃ) বিয়ের ১৫ বছর পর হযরত মুহাম্মদ সাঃ নবুয়ত প্রাপ্ত হন। রাসূল সাঃ এর স্ত্রী খাদিজা (রাঃ) প্রথম ইসলাম গ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাঃ এর আটজন সন্তানের মধ্যে সাতজনই খাদিজা (রাঃ) এর গর্ভজাত সন্তান। আর একজন মারিয়া আল-কিবতিয়া এর গর্ভজাত সন্তান।
হযরত মুহাম্মদ সাঃ কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন?
হযরত মুহাম্মদ সাঃ সবচেয়ে বেশি ভালোবাসতেন তার প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদকে। হযরত মুহাম্মদ সাঃ এর দাম্পত্য জীবনের দীর্ঘ ২৭ বছর খাদিজা (রাঃ) -এর সাথে কাটিয়েছেন এবং এই সময়কালে তিনি আর কোন বিয়ে করেননি।খাদিজা (রাঃ) -এর পর অন্য স্ত্রীদের মধ্যে আয়িশা (রাঃ) বেশি ভালবাসতেন।