হযরত মুহাম্মদ সাঃ এর পিতা কখন ইন্তেকাল করেন?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। তিনি আনুমানিক ৫৪৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ৫৭০ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স ছিল আনুমানিক ২৪-২৫ বছর। আমাদের আজকে আর্টিকেলটি হযরত মুহাম্মদ সাঃ এর পিতা কখন ইন্তেকাল করেন? এই বিষয়ে সাজানো হয়েছে।
হযরত মুহাম্মদ সাঃ এর পিতা কখন ইন্তেকাল করেন?
আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সর্বশ্রেষ্ঠ, শেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিতা। আব্দুল মুত্তালিব এর পুত্রদের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সুন্দর ও সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র।
আব্দুল মুত্তালিব তার প্রিয় পুত্র আব্দুল্লাহকে নিয়ে ওয়াহাব ইবনে আব্দুল মানাফ এর কাছে তার কন্যা আমিনার সাথে বিবাহের প্রস্তাব দেন এবং এ প্রস্তাবে ওয়াহাব রাজি হয়ে যান। বংশপরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে আমিনাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের মহিলা ধরা হতো।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ও আমিনার বিয়ের পর আমিনা মক্কায় স্বামীগৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন।
বিয়ের কিছুদিন পরে আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষে হযরত মুহাম্মদ সাঃ এর পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব কে খেজুর আনায়নের উদ্দেশ্যে মদিনা পাঠান। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।
কোন কোন চরিতবিদ লিখেন যে, ব্যবসায়ের উদ্দেশ্যে আবদুল্লাহ শ্যাম দেশে গমন করেছিলেন। কোন এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় ফিরে যান। সে অসুস্থতার কারণেই তিনি মদিনায় ইন্তেকাল করেন।নাবেগা জাদীর বাড়িতে তার কাপন ও দাফনের ব্যবস্থা করা হয়। হযরত মুহাম্মদ সাঃ এর পিতার ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ২৪-২৫ বছর।
অধিকাংশ ঐতিহাসিকদের মতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগেই তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। কিছু সংখ্যক ঐতিহাসিকদের মতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মের দুই মাস পরে তার পিতা হযরত মুহাম্মদ সাঃ এর পিতা ইন্তেকাল করেন।
হযরত মুহাম্মদ সাঃ এর পিতার ইন্তেকালের সংবাদ পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা বিনতে ওয়াহাব অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটি শোকগাথা আবৃতি করেছিলেন।
হযরত মুহাম্মদ সাঃ এর পিতা হযরত মুহাম্মদ সাঃ এর পিতা ইন্তেকালের সময় পাঁচটি উট, একপাল ছাগল এবং একজন হাবশি দাসী আয়মান কে রেখে যান।
রাসুল সাঃ এর পিতা কোথায় ইন্তেকাল করেন?
আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষে হযরত মুহাম্মদ সাঃ এর পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব কে খেজুর আনায়নের উদ্দেশ্যে মদিনা পাঠান। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।কোন কোন চরিতবিদ লিখেন যে, ব্যবসায়ের উদ্দেশ্যে আবদুল্লাহ শ্যাম দেশে গমন করেছিলেন। কোন এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় ফিরে যান। সে অসুস্থতার কারণেই তিনি মদিনায় ইন্তেকাল করেন।
নবীজীর কত বছর বয়সে তার পিতা-মাতা ইন্তেকাল করেন?
নবীজীর পিতার ইন্তেকালের সময় নিয়ে মতভেদ রয়েছে। তবে অধিকাংশ ঐতিহাসিকদের মতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগেই তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন।
কিছু সংখ্যক ঐতিহাসিকদের মতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মের দুই মাস পরে তার পিতা হযরত মুহাম্মদ সাঃ এর পিতা ইন্তেকাল করেন। নবীজির ৬ বছর বয়সে তার মাতা আমিনা বিনতে ওহাব ইন্তেকাল করেন।