রাসূল সাঃ কত বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন
রাসূল সাঃ কত বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন?— আল্লাহ তায়ালা তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অন্ধকারে নিমজ্জিত বান্দাদের মুক্তির জন্য আলোর পথে আহবানের নির্দেশ দিলেন।রাসূল সাঃ ইসলামের দাওয়াতের নির্দেশ পাওয়ার পর প্রথমে গোপনে ইসলামের দাওয়াত দিতেন।প্রথম পর্যায়ে রাসূল সাঃ তিন বছর পর্যন্ত গোপনে একান্ত আপনজন ও আস্থাশীল মানুষদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন।
আজকে আমাদের আলোচ্য বিষয় হলো— রাসূল সাঃ কত বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? এই বিষয়ে আর্টিকেলটি সাজানো হয়েছে।
রাসূল সাঃ কত বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন?
সত্য শুধুমাত্র অন্তরের ধারণ করার বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার জন্য অবতীর্ণ হয়নি। সার্বিক মঙ্গলের জন্যই সত্য প্রচার বা ইসলামের দাওয়াত প্রয়োজন। তাই আল্লাহ তায়ালা তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অন্ধকারে নিমজ্জিত বান্দাদের মুক্তির জন্য আলোর পথে আহবানের নির্দেশ দিলেন।
যুগে যুগে মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদেরই আবার সত্যকে মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ পাওয়ার পর দাওয়াতি কার্যক্রম শুরু করেন।
প্রথম পর্যায়ে তিনি গোপনে ইসলামের দাওয়াত দেন এবং একান্ত আপনজন ও আস্থাশীল মানুষদের ইসলামের পথে আহবান করেন। তবে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহ হতে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করেন।
কিন্তু এখন প্রশ্ন হল রাসূল সাঃ কত বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? জবাব প্রথম পর্যায়ে রাসূল সাঃ তিন বছর পর্যন্ত বিক্ষিপ্তভাবে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এ সময় বেশ কিছু মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন।
রাসূল সাঃ গোপনে ইসলামের দাওয়াতের তিন বছর সাহাবীদের অনাগত দিনের জন্য তৈরি করেন এবং তাদের নানাভাবে সংঘবদ্ধ করেন। নবুওয়াতের প্রথম বছরগুলোতে ইসলামের মৌলিক আকীদা ও বিশ্বাস, ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিধি-বিধান অবতীর্ণ হয়। এর সময়ে নাজিলকৃত কুরআনের পবিত্র আয়াত গুলোতে ইসলামের দাওয়াত সম্পর্কে পূর্ববর্তীদের ত্যাগ ও সংগ্রামের কথার প্রাধান্য দেখা যায়।
কেননা, যেন মুসলমানরা আগামী দিনের বাধা-বিপত্তি মোকাবেলায় মানসিকভাবে প্রস্তুত থাকে এবং বৈরী পরিবেশে ধৈর্য ধারণ করে। [ আর রাহীকুল মাখতুম, পৃষ্ঠা : ৯২]
প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে?
রাসূল সাঃ আল্লাহর পক্ষ থেকে ইসলাম প্রচারের নির্দেশ পাওয়ার পর নিজ গৃহ থেকে ইসলামের দাওয়াত শুরু করলেন। প্রথমেই 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" এই সত্য বাণী প্রথম গ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রথম স্ত্রী বিবি খাদিজা।রাসূল সাঃ এর প্রথম স্ত্রী বিবি খাদিজা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণ করেন। এই মহীয়সী নারীই ইসলামের সর্বপ্রথম অনুসারী। প্রথম মুসলিম হওয়ার গৌরব একজন নারীই অর্জন করলেন।
সবচেয়ে কম বয়সে ইসলাম গ্রহণ করেন কে?
সবচেয়ে কম বয়সে ইসলাম গ্রহণ করেন রাসূল সাঃ এর চাচাতো ভাই আবু তালিবের পুত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি গভীর রাতে মধুর কন্ঠে সূরা ফাতিহা তিলাওয়াত করে রাসূল সাঃ এবং বিবি খাদিজাকে নামাজ আদায় করতে দেখেন। তখন মক্কা নগরী ঘুমে অচেতন।
আলী রাদিয়াল্লাহু আনহু এই পবিত্র দৃশ্য দেখে কেবলই ভাবে এরা দুজন কি করে? কার উদ্দেশ্যে মাটিতে মাথানত করে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুওয়াত লাভ করেন সে সময়ে আলী একজন বালক মাত্র। বয়স তার কতই বা হবে -১২/১৩ বছর। কিশোর আলী তাদের নতুন প্রার্থনা পদ্ধতি দেখে একদিন জিজ্ঞাসা করলেন, 'আপনারা কাকে এমন ভাবে সিজদা দেন, ভাইজান?'
আলীর প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন, 'অদ্বিতীয়, লা-শারিক সেই পরম প্রিয় আল্লাহকে, যিনি নিখিল বিশ্বের স্রষ্টা যিনি রহমানুর রহিম, যিনি সর্বশক্তিমান।'
কিশোর আলী আগ্রহ ভরে তখন বললেন, ' আমিও তবে আপনার ধর্ম গ্রহণ করবো। আমাকে আপনাদের মত নামাজ পড়া শিখিয়ে দিন। '
বালক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সৎ সাহস দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হলেন। এই বালক যে এক সময় ইসলামের একজন নিবেদিত প্রাণ যুদ্ধ হবেন, তখনই তিনি তা বুঝতে পারলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন গোপনীয়তা রক্ষা করে ইসলামের প্রচার চলতে লাগলো। ইসলামের দাওয়াতের কথা শত্রুদের কাছে কোনভাবে যেন প্রকাশিত হতে না পারে সেজন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হতো। নামাজের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর পর্বতের সমতল ভূমিতে চলে যেতেন এবং সেখানে প্রাণ খুলে নিশ্চিন্ত মনে আল্লাহর ইবাদত করতেন।
কিন্তু চাশতের নামাজ পড়ার জন্য কোন গোপনীয়তার প্রয়োজন হতো না। কারণ কুরাইশগণ ও এই নামাজকে জায়েজ মনে করতো।