ফরজ সালাত আদায় করার পর নবীজির আমল সমূহ কি ছিল

আমরা ফরজ সালাত আদায় করে বিভিন্ন ধরনের দোয়া পাঠ করে থাকি এবং কি কি দোয়া আমরা পাঠ করতে পারি এই বিষয়ে সম্পূর্ণ ধারণা আমাদেরকে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম দিয়ে গেছেন।  প্রতি ওয়াক্তের ফরজ সালাত আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম সর্বমোট ১৩ টি দোয়া পাঠ করতেন। 

তাই আমাদের এই আর্টিকেলে আমরা আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ফরজ সালাত আদায় করার পর কি কি দোয়া পাঠ করতেন সেই বিষয়ে। 

ফরজ সালাত আদায় করার পর নবীজির আমল সমূহ কি ছিল


ফরজ সালাত আদায় করার পর নবীজির আমল সমূহ কি ছিল


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ সালাতের সালাম ফিরাতেন তখন তিনি একবার আল্লাহু আকবার এবং তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। এর অর্থ হচ্ছে আল্লাহ মহান এবং হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 


এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-- আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবা-রাকতা ইয়া যাল-জালালি ওয়াল ইকরাম একবার পাঠ করতেন। 


এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি শান্তিময় তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয় এবং তুমি বরকতময় হে পড়া ক্রমশালী এবং মর্যাদা প্রদানকারী। 


ফরজ সালাত আদায় করার পর নবীজির আমল

এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ফরজ সালাতে সালাম ফেরানোর পরে এই দোয়াটি একবার পড়তেন- লা ইলাহা ইল্লাল্লা-হু অহ্‌দাহু লা শারীকা লাহ্‌, লাহুল মুলকু অলাহুলহামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। 


এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই তিনি একক এবং তার কোন অংশীদার নেই তার জন্য সমস্ত রাজত্ব তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। 



এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ফরজ সালাতের সালাম ফেরানোর পরে এই দোয়াটি একবার পাঠ করতেন -- আল্লা-হুম্মা লা মা-নিয়া লিমা আ’ত্বাইতা, অলা মু’তিয়া লিমা মানা’তা অলা য়্যানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু।


এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি যা দান কর তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারো নেই এবং ধনবনের ধন তোমার আজাব থেকে মুক্তি পেতে কোন উপকারে আসবে না। (বুখারী, মুসলিম, সহীহ , মিশকাত ৯৬২ নং)



এছাড়াও ফরজ সালাত আদায় করার পর নবীজি যে  দোয়াটি পাঠ করতেন -- লা ইলা-হা ইল্লাল্লা-হু অলা না’বুদু ইল্লা ইয়্যা-হু লাহুন্নি’মাতু অলাহুল ফায্বলু অলাহুস সানা-উল হাসান, লা ইলা-হা ইল্লাল্লা-হু মুখলিস্বিনা লাহুদ্দ্বীনা অলাউকারিহাল কা-ফিরুন।



এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কেউ সত্য উপাস্য নেই ,তার ছাড়া আমরা আর কারো এবাদত করি না , তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় সুপ্রশংসা। আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফের দল তা অপছন্দ করে থাকে। 


আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে ফরজ সালাত আদায় করার পর নবীজির আমল সমূহ কি কি ছিল। এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি।
Next Post Previous Post