বাইতুল মুকাদ্দাস মসজিদ সর্বপ্রথম কে নির্মাণ করেন?

বাইতুল মুকাদ্দাস মসজিদ জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এর সাথে একই প্রাঙ্গনে কুব্বাত আস-সাখরা, কুব্বাত আস-সিলসিলা ও  কুব্বাত আন-নবী স্থাপনা অবস্থিত। সম্পূর্ণ স্থানটিকে বলা হয় হারাম-আল শরীফ। ইহুদী ধর্মের এটি তাদের পবিত্র স্থান 'টেম্পল মাউন্ট' হিসেবে পরিচিত। 


বায়তুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায়। তবে ইতিহাসবিদ পন্ডিত ইবনে তাইমিয়ার মতে, হযরত সুলাইমান আলাইহি সালাম এর তৈরি সম্পূর্ণ উপাসনার নামই হলো বায়তুল মুকাদ্দাস মসজিদ বা মসজিদুল আল আকসা। আমাদের এই আর্টিকেলে আমরা আজকে আলোচনা করব বাইতুল মুকাদ্দাস মসজিদ সর্বপ্রথম কে নির্মাণ করেন? সেই বিষয়ে।



বাইতুল মুকাদ্দাস মসজিদ সর্বপ্রথম কে নির্মাণ করেন?




বাইতুল মুকাদ্দাস মসজিদ সর্বপ্রথম কে নির্মাণ করেন?

বাইতুল মুকাদ্দাস মসজিদ সর্বপ্রথম কে নির্মাণ করেন তা নিশ্চিত নয়।বাইতুল মুকাদ্দাস মসজিদ সর্বপ্রথম কে নির্মাণ করেন সে বিষয়ে ঐতিহাসিকদের তিনটি মত পাওয়া যায়। এক. এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। দুই. নূহ আলাইহি সালামের সন্তান সাম আল আকসা মসজিদ নির্মাণ করেন। তিন. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম আল-আকসা মসজিদের ভিত্তি নির্মাণ করেন। 



জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত বাইতুল মুকাদ্দাস মসজিদ। ইসলামের বর্ণনা অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এসেছিলেন এবং তিনি উর্ধাকাশের দিকে গমন করেন। 


ইতিহাসবিদ পন্ডিত ইবনে তাইমিয়ার মতে, হযরত সুলাইমান আলাইহি সালাম এর তৈরি সম্পূর্ণ উপাসনার নামই হলো বায়তুল মুকাদ্দাস মসজিদ বা মসজিদুল আল আকসা। হাদিস বিশারদগণ এই বিষয়ে একমতে সম্পূর্ণ উপাসনার স্থানটি হযরত  সুলাইমান আলাইহি সালাম তৈরি করেছিলেন পরবর্তীতে ধ্বংস হয়ে গিয়েছিল।


মুসলমানরা বিশ্বাস করে বায়তুল মুকাদ্দাস মসজিদ নির্মাণের পর থেকে ঈসা আলাইহিস সালাম সহ অনেক নবীর দ্বারা এক আল্লাহর উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদ মুসলিমদের প্রথম কিবলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের পর বায়তুল মুকাদ্দাস মসজিদ সম্পর্কে কুরআনের আয়াত অবতীর্ণ হওয়ার কারণে কাবা নতুন কিবলা হয়। 


আধুনিক গবেষকদের মতে, হযরত আদম আলাইহিস সালাম আল আকসা মসজিদের প্রথম নির্মাতা। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে ধ্বংস হওয়ার পরে হযরত ইবরাহীম আলাইহিস সালাম এর কোন নির্মাণ করেন।পরবর্তীকালে তার বংশধররা এই মসজিদের দেখাশোনার দায়িত্ব পালন করে।কালক্রমে হযরত মূসা আলাইহিস সালাম সহ অনেক নবী এই মসজিদের সংস্কার কাজ করেছেন। 



হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় পর্যন্ত অনেক সংযোজনের মধ্য দিয়ে মসজিদুল আকসার বিস্তারিত কম্পাউন্ডে রূপান্তরিত হয়। 


সুলাইমান আলাইহিস সালাম আল আকসা চত্বরে একটি আলিশান ভবন নির্মাণ করেন। যাকে হায়কালি সুলাইমানি বলা হত। পরবর্তী সময়ে ধর্ম বিকৃতকারী ইহুদিরা এটি কে তাদের মন্দির হিসাবে ব্যবহার করে। তারা এটির নাম দেয় সলেমন টেম্পল।



উমাইয়া যুগের নির্মাণ

বর্তমান বায়তুল মুকাদ্দাস মসজিদের স্থানে খলিফা ওমর একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে উমাইয়া খলিফা আব্দুল মালেকের যুগে মসজিদকে নিহিত সম্প্রসারিত হয়। ৭৫০ খ্রিস্টাব্দে তার পুত্র খলিফা প্রথম আল-ওয়ালিদের শাসনামলে শেষ হয়।  



ভূমিকম্প ও পুনর্নির্মাণ

বাইতুল মুকাদ্দাস মসজিদ ৭৪৬ খ্রিষ্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন। পরে তার উত্তরসুরি আল মাহদি এর পুনর্নির্মাণ করেন। ১০৩৩ খ্রিষ্টাব্দে আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতেমীয় খলিফা আলি আজ-জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন যা এখনঅবধি টিকে আছে।



১০৩৩ খ্রিষ্টাব্দে আরেকটি ভূমিকম্প হয় ফলে মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। ফাতেমীয় খলিফা আলি আজ-জাহির ১০৩৪ থেকে ১০৩৬ খ্রিষ্টাব্দের মধ্যে মসজিদ পুনর্নির্মাণ ও সংস্কার করেন। এসময় মুসল্লিদের ধারণের জন্য পনেরটি মূল সারির সংখ্যা কমিয়ে সাতটি করা হয়। আজ-জাহির কেন্দ্রীয় কক্ষের চারটি তোরণ এবং করিডোর নির্মাণ করেন যা বর্তমানে মসজিদের ভিত্তি হিসেবে কাজ করছে।




আল আকসা মসজিদের বর্তমান অবস্থা

বিভিন্ন শাসকের সময় বাইতুল মুকাদ্দাস  মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয়। এর মধ্যে রয়েছে গম্বুজ, আঙ্গিনা, মিম্বর, মিহরাব, অভ্যন্তরীণ কাঠামো। ১০৯৯ খ্রিষ্টাব্দে ক্রুসেডাররা জেরুজালেম দখল করার পর তারা মসজিদটিকে একটি প্রাসাদ এবং একই প্রাঙ্গণে অবস্থিত কুব্বাত আস সাখরাকে গির্জা হিসেবে ব্যবহার করত। 


সুলতান সালাহউদ্দিন জেরুসালেম পুনরায় জয় করার পর মসজিদ হিসেবে এর ব্যবহার পুনরায় শুরু হয়। আইয়ুবী, মামলুক, উসমানীয়, সুপ্রিম মুসলিম কাউন্সিল ও জর্ডানের তত্ত্বাবধানে এর নানাবিধ সংস্কার করা হয়। বর্তমানে পুরনো শহর ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে তবে মসজিদটি জর্ডা‌নি/ফিলিস্তিনি নেতৃত্বাধীন ইসলামি ওয়াকফের তত্ত্বাবধানে রয়েছে।




আল আকসা মসজিদ কে বানিয়েছে?

বাইতুল মুকাদ্দাস মসজিদ সর্বপ্রথম কে নির্মাণ করেন তা নিশ্চিত নয়।বাইতুল মুকাদ্দাস মসজিদ সর্বপ্রথম কে নির্মাণ করেন সে বিষয়ে ঐতিহাসিকদের তিনটি মত পাওয়া যায়। এক. এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। দুই. নূহ আলাইহি সালামের সন্তান সাম আল আকসা মসজিদ নির্মাণ করেন। তিন. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম আল-আকসা মসজিদের ভিত্তি নির্মাণ করেন। 



সুলাইমান আলাইহিস সালাম আল আকসা চত্বরে একটি আলিশান ভবন নির্মাণ করেন। যাকে হায়কালি সুলাইমানি বলা হত। পরবর্তী সময়ে ধর্ম বিকৃতকারী ইহুদিরা এটি কে তাদের মন্দির হিসাবে ব্যবহার করে। তারা এটির নাম দেয় সলেমন টেম্পল।



আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে বাইতুল মুকাদ্দাস মসজিদ সর্বপ্রথম কে নির্মাণ করেন? এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি।

Next Post Previous Post