মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব ,ইতিহাস ও আদ্যোপান্ত

মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব কত কিলোমিটার এই বিষয়ে আমাদের আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে আমরা আমাদের আজকের এই আর্টিকেলে মসজিদে হারাম এবং মসজিদে আকসার দূরত্ব এবং দুটি মসজিদের সঠিক ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। 


মসজিদে হারাম 

al-Masjid al-Ḥarām যার অর্থ পবিত্র মসজিদ এই মসজিদটি সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত এবং এই মসজিদটি মুসলমানদের প্রধান ধর্মীয় স্থাপনা।মসজিদে হারামকে অনেক সময় বড় মসজিদ নামেও আখ্যা দেওয়া হয়ে থাকে এবং এই মসজিদটি মুসলমানদের হজ যাত্রাকালীন সফরের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং প্রতিবছর প্রত্যেক সামর্থ্যবান মুসলমানরা এখানে এসে হজ এবং ওমরা পালন করে থাকে।



মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব ,ইতিহাস ও আদ্যোপান্ত



সাম্প্রতিকালে আমরা যদি বর্তমান সময়ের হিসাব করি , মসজিদে হারাম বর্তমানে পৃথিবীর বৃহত্তম যে মসজিদ রয়েছে ,তার মধ্যে অষ্টম বৃহত্তম স্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ পেয়েছে এবং এই মসজিদটি বিভিন্ন সময়ে বিভিন্ন সুলতান খলিফা এবং রাজা বাদশাহের নিয়ন্ত্রণে এবং দায়িত্বে ছিল এবং বর্তমানে মসজিদে আকসা সৌদি আরবের রাজা তত্ত্বাবধানে রয়েছে। 


মসজিদে আকসা

আল কুরআনে আল আকসা কে বরকতময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং এই ভূমিকে পবিত্র ভূমি বলা হয়েছে। আল আকছায় অসংখ্য নবী এবং রাসূলের স্মৃতি রয়েছে এবং দীর্ঘকাল ইসলামী শিক্ষা সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে আল আকসা পরিস্থিতি লাভ করেছিল। 


আইয়ুবী সুলতানের নির্মিত ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সহ মুসলিম শাসকদের অনেক স্মৃতি ধারণ করে আছে আল-আকসার মসজিদ। ভারত স্বাধীনতার অগ্রনায়ক এবং খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা মোঃ আলী জওহর সহ অনেক কৃত্তিমান ব্যক্তিবর্গ কে সমাহিত করা হয়েছে জেরুজালেমের এই পবিত্র ভূমি আল-আকসায়। আল-আকসা মসজিদটি ১৪ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে আল আকসা কমপ্লেক্স নামের একটি একক স্থাপনা রয়েছে। 


মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব

মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব সম্পর্কে আমরা যদি একটু অনুমান করিদূরত্ব সম্পর্কে আমরা যদি একটু অনুমান করি তাহলে , মসজিদে হারাম থেকে মসজিদের আকতার দূরত্ব ১৪৬০ কিলোমিটার। যদি আপনি বাসে করেমসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেতে চান তাহলে ১৬ ঘন্টা ১৯ মিনিট সময় লাগবে। 


আপনি যদি পায়ে হেটে যেতে চান তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেতে আপনার সময় লাগবে ৭১৮ ঘন্টা। 


আমরা সবাই জানি মিরাজের রাতের রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আর আখ্যায় গমন করেছিলেন এবং হিজরী ১৪ সালে খলিফা ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ফিলিস্তিন বিজয়ের পরে প্রথমে মসজিদে নির্মাণ কাজ করেন। 


তাই এই আর্টিকেলের মাধ্যমে আমরা মসজিদে হারাম এবং মসজিদে আকসার আদ্যপ্রান্ত এবং ইতিহাস এবং দূরত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। 

Next Post Previous Post