যোহরের পূর্বের চার রাকাত সুন্নত ছুটে গেলে পরে কখন পড়তে হবে?

যোহরের পূর্বের চার রাকাত সুন্নত ছুটে গেলে পরে কখন পড়তে হবে ? যোহরের নামাজ দশ রাকাত। চার রাকাত ফরজ বাকি ছয় রাকাত সুন্নত। যোহরের ফরজ চার রাকাত  নামাজের পূর্বের চার রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা। তাই যোহরের পূর্বের চার রাকাত সুন্নত  ছুটে গেলে পরে তা অবশ্যই পড়তে হবে।




যোহরের পূর্বের চার রাকাত সুন্নত ছুটে গেলে পরে কখন পড়তে হবে?




যোহরের পূর্বের চার রাকাত সুন্নত ছুটে গেলে পরে কখন পড়তে হবে?


পাঁচ ওয়াক্ত নামায মুসলমানদের জন্য ফরয করা হয়েছে। তার মধ্যে বারো রাকাত সুন্নাত নামায। যোহরের পূর্বের চার রাকাত সুন্নত ছুটে গেলে পরে কখন পড়তে হবে? যেহেতু যোহরের ফরয নামাযের পূর্বের চার রাকাত সুন্নতে মুআক্কাদাহ, তাই যোহরের পূর্বের চার রাকাত সুন্নত অবশ্যই আদায় করতে হবে। 



যদি কোন কারণে সময়ের অভাবে যোহরের পূর্বের চার রাকাত সুন্নত ছুটে যায়, তাহলে যোহরের ফরয চার রাকাত নামায পড়া শেষে পরবর্তী দুই রাকাত সুন্নত নামায পড়ে যোহরের পূর্বের চার রাকাত সুন্নত নামায পড়তে হবে। 



রাসুলুল্লাহ (সাঃ) যোহরের পূর্বের চার রাকাত সুন্নত নামাযের এতটাই গুরুত্ব দিতেন যে, কখনো যদি কোন কারণে আগে পড়তে না পারতেন তাহলে ফরযের পরে হলেও তা আদায় করে নিতেন।




যোহরের পূর্বের চার রাকাত সুন্নত ছুটে গেলে পরে কখন এবং কিভাবে পড়তে হবে এ সম্পর্কে আয়িশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন—


রাসুলুল্লাহ (সা.) যোহরের পূর্বের চার রাকাত সুন্নত কখনো আগে পড়তে না পারলে ফরযের পরে তা পড়ে নিতেন। 

[তিরমিজি : ২/২৯১]




যোহরের পূর্বের চার রাকাত সুন্নত ছুটে গেলে পরে কখন পড়তে হবে এ প্রসঙ্গে আয়িশা রাযিয়াল্লাহু আনহা আরো বর্ণনা করেন—


রাসুল (সা.) যোহরের পূর্বের চার রাকাত সুন্নত এবং ফযরের দুই রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। 

[ সহীহ বুখারি : ১১২৭; সুনানু নাসায়ি : ১৭৫৭]




সুতরাং কোন কারণে যদি কোন ব্যক্তির যোহরের পূর্বের চার রাকাত সুন্নত ছুটে যায়, তাকে ফরয নামায ও দুই রাকাত সুন্নত পড়ার পরে যোহরের পূর্বের চার রাকাত সুন্নত আদায় করতে হবে।




যোহরের নামায কত রাকাত কিভাবে পড়তে হয়


যোহরের নামায দশ রাকাত। প্রথমে চার রাকাত সুন্নতে মুআক্কাদাহ, তারপর চার রাকাত ফরয নামায এবং শেষে দুই রাকাত সুন্নত নামায পড়তে হয়। 




যোহরের চার রাকাত সুন্নত নামাযের নিয়ম


যোহরের চার রাকাত সুন্নত নামায অন্য সব সুন্নত নামাযের মতোই। প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়তে হয়।এরপর যোহরের চার রাকাত সুন্নত নামাযের নিয়্যাত করতে হবে। বাকি সব নিয়ম অন্যান্য সকল নামাযের মতোই। তবে সূরা পড়ার ক্ষেত্রে যোহরের চার রাকাত সুন্নত নামাযের নিয়ম হলো সূরা ফাতিহার সাথে প্রতি রাকাতে অন্য যে কোন সূরা মিলিয়ে পড়তে হবে। 





যোহরের নামায কয়টা পর্যন্ত পড়া যায়


দুপুরের সূর্য মাথার ওপর থেকে পশ্চিম আকাশে একটু হেলে পড়লেই যোহরের নামাযের ওয়াক্ত শুরু হয়। কিন্তু যোহরের ওয়াক্ত শেষ হওয়ার সময় প্রসঙ্গে মতানৈক্য রয়েছে।তবে ধরা হয় দ্বিপ্রহরের ছায়া ছাড়া প্রত্যেক জিনেসের ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত যোহরের নামায পড়ার ওয়াক্ত বা সময় বাকি থাকে।





চার রাকাত সুন্নত নামাজে সুরা পড়ার নিয়ম


যোহরের পূর্বের চার রাকাত সুন্নত নামাযে সূরা পড়ার নিয়ম হলো চার রাকাত সুন্নত নামাযের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য যে কোন একটি সূরা মিলিয়ে পড়া।

Next Post Previous Post