পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত কোনটি হুরুফে মুকাত্তায়াত ব্যতীত?
আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত কোনটি হুরুফে মুকাত্তায়াত ব্যতীত? জবাব— পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত হুরুফে মুকাত্তায়াত ব্যতীত কুরআনের ৫৫ নং সূরা আর রাহমানের ৬৪ নম্বর আয়াত। কিন্তু পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত হলো পবিত্র আল কুরআনের ২০ নং সূরা ত্বোয়া-হা ' এর প্রথম আয়াত 'ত্বোয়া-হা'। তবে আমাদের কাছে এ আয়াতটি হুরুফে মুকাত্তায়াত বা বিচ্ছিন্ন অক্ষর বা রহস্যময় অক্ষর নামে পরিচিত।
আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত কোনটি হুরুফে মুকাত্তায়াত ব্যতীত?
পবিত্র আল কুরআনে মোট ১১৪ টি সূরা রয়েছে। ১১৪ টি সূরার আয়াতের সংখ্যা ৬৬৬৬ টি মতান্তরে ৬২৩৬ টি আয়াত রয়েছে। তারমধ্যে পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত হুরুফে মুকাত্তায়াত ব্যতীত পবিত্র আল কুরআনের ক্রমিক ক্রমে ৫৫ নং সূরা আর রাহমানের ৬৪ নম্বর আয়াত।
হুরুফে মুকাত্তায়াত ব্যতীত পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াতটি হলো—
مُدْهَآمَّتٰنِۚ
ঘন সবুজ এই উদ্যান দুইটি।
[সূরা আর রহমান, আয়াত - ৫৫ : ৬৪]
সূরা আর রহমান
সূরা আর রহমান এর অর্থ পরম করুনাময় বা দয়াময় আল্লাহ। এর আয়াত সংখ্যা ৭৮টি এবং রুকু সংখ্যা ৩ টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আর রহমান কে পবিত্র আল কুরআনের তাজ বা মুকুট বলা হয়।
তবে পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত হলো— আল কুরআনের ক্রমিক ক্রমে ২০ নং সূরা ত্বোয়া-হা ' এর প্রথম আয়াত 'ত্বোয়া-হা'। সূরা ইয়াসিন এর মতো এ আয়াতটিতেও মাত্র দুটি অক্ষর রয়েছে কিন্তু এটি সংক্ষিপ্ত করে পড়তে হয় তাই এ আয়াতটি পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত হিসেবে পরিচিত। এ আয়াতটি হুরুফে মুকাত্তায়াত বা বিচ্ছিন্ন অক্ষর বা রহস্যময় অক্ষর নামে পরিচিত।
পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত (হুরুফে মুকাত্তায়াত)—
طٰهٰ ۚ
ত্বোয়া-হা
[সূরা ত্বোয়া-হা, আয়াত - ২০: ০১]
হুরুফে মুকাত্তায়াত কি?
মুকাত্তা'আত আরবি শব্দ হুরুফে মুকাত্তায়াত 'حُرُوف مُقَطَّعَات' যার অর্থ- বিচ্ছিন্ন অক্ষর বা রহস্যময় অক্ষর। বিসমিল্লাহ এর পরে পবিত্র আল কুরআনের ১১৪ টি সূরার মধ্যে ২৯ সুরার শুরুর দিকে হুরুফে মুকাত্তা'আত, পাঁচটি আরবি বর্ণের সংমিশ্রণ রয়েছে। বর্ণগুলি ফাওয়াতিহ 'فَوَاتِح' নামেও পরিচিত, অর্থাৎ যা দিয়ে শুরু হয়।
পবিত্র আল কুরআনে চারটি সূরার নাম সেই সূরার শুরুর মুকাত্তা'আত নামে নামকরণ করা হয়। সূরাগুলো হলো- সূরা ত্বোয়া-হা, সুরা ইয়াসীন, সূরা ছোয়াদ এবং সূরা ক্বাফ। এ হরফগুলোর প্রকৃত তাৎপর্য জানা যায়নি। তবে বিভিন্ন তাফসীরকারকরা বলেন, এইসব বর্ণ দ্বারা আল্লাহর নাম বা তার সিফাত বর্ণনা করা হয়ে থাকতে পারে। হুরুফে মুকাত্তায়াত শব্দের মতো একত্রে লেখা হলেও হরফ বা বর্ণগুলো পৃথকভাবে উচ্চারিত হয়।
হুরুফে মুকাত্তায়াত আয়াতসহ সমগ্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত বলা হয়- আল কুরআনের ক্রমিক ক্রমে ২০ নং সূরা ত্বোয়া-হা ' এর প্রথম আয়াত 'ত্বোয়া-হা' হুরুফে মুকাত্তায়াত আয়াতটিকে।
কুরআনে মোট কতটি আয়াত আছে?
পবিত্র আল কুরআনে মোট ১১৪ টি সূরা রয়েছে। ১১৪ টি সূরার মোট আয়াত হলো ৬৬৬৬ টি মতান্তরে ৬২৩৬ টি আয়াত রয়েছে। তবে বিসমিল্লাহ সহকারে কুরআনে মোট কতটি আয়াত ৬৩৪৮টি ধরা হয়। পবিত্র কুরআনের সব আয়াত একত্রে অবতীর্ণ হয়নি। বিভিন্ন সময়ে হযরত মুহাম্মদ (সাঃ) এর কাছে ওহীর মাধ্যমে মক্কায় এবং মদীনায়ে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। আর পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত হুরুফে মুকাত্তায়াত ব্যতীত কুরআনের ৫৫ নং সূরা আর রাহমানের ৬৪ নম্বর আয়াতটি।
কুরআনের সবচেয়ে বড় ও ছোট আয়াত কোনটি?
পবিত্র আল কুরআনের সবচেয়ে বড় আয়াত হলো পবিত্র আল কুরআনের ক্রমিক ক্রমে ২নং সূরা বাকারাহ'র ২৮২ নম্বর আয়াত ও পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত হুরুফে মুকাত্তায়াত ব্যতীত কুরআনের ৫৫ নং সূরা আর রাহমানের ৬৪ নম্বর আয়াত। তবে পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত হলো- আল কুরআনের ক্রমিক ক্রমে ২০ নং সূরা ত্বোয়া-হা ' এর প্রথম আয়াত 'ত্বোয়া-হা'।
আল কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি?
পবিত্র আল কুরআনে ১১৪ টি সূরা রয়েছে। তারমধ্যে পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট সূরা হলো সূরা আল-কাওসার। আয়াত সংখ্যা ৩ টি, রুকু সংখ্যা ১ টি। আল কুরআনের সবচেয়ে ছোট সূরা আল-কাওসার ৩০তম পারায়, সূরা ক্রমে ১০৮ নং সূরা।এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সূরায় হাউজে কওসার সম্পর্কে বলা হয়েছে। এবং পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত হুরুফে মুকাত্তায়াত ব্যতীত সূরা আর-রহমান এর ৬৪ নং আয়াত।
কোরআনের দীর্ঘতম আয়াত কোনটি?
পবিত্র কুরআনের দীর্ঘতম আয়াত বা সবচেয়ে বড় আয়াত হলো সূরা বাকারাহ'র ২৮২ নম্বর আয়াত। এছাড়াও পবিত্র কুরআনের দীর্ঘতম সূরা বাকারাহ'র ঋণের আয়াত এবং দীর্ঘতম আয়াত ২৮২ নং আয়াত। ঋণ গ্রহণের ধারণাটি পবিত্র কুরআনে আয়াতে ব্যাখ্যা করা হয়েছে। সূরা আর-রহমান এর ৬৪ নং আয়াতটি হুরুফে মুকাত্তায়াত ব্যতীত পবিত্র আল কুরআনের সবচেয়ে ছোট আয়াত।