সহজ আমল নেকি বেশি ও কয়েকটি নেক আমল
দুনিয়ার সম্পদ অর্জনে পরিশ্রম অপরিহার্য , কিন্তু পরকালের জন্য দোয়া ও জিকির এমনই এক সম্পদ, যা হাসিল করতে আপনাকে কোন পরিশ্রমই করতে হয় না আমাদের দৈনন্দিন জীবনের কাজের ফাঁকে ফাঁকে কিছু সহজ আমল নেকি বেশি ও কয়েকটি নেক আমল করে আমাদের পরকালের পথকে নেকির মাধ্যমে সহজ করে নিতে পারি। এই শ্রমহীন সম্পদের মূল্য এতই বেশি যে, বিচার দিবসের কঠিন মুহূর্তে এই সম্পদই হবে বান্দার একমাত্র পুঁজি। যা কেবল আখিরাতেই নয়; দুনিয়াতেও আমাদের ভীষণ প্রয়োজন।
প্রতিটি নেকি এককেটি বীজ, যা থেকে অঙ্কুরোদগম হয় এককেটি জান্নাতি বৃক্ষের। বান্দার কোন ছোট আমলেও আল্লাহ তা'য়ালা সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তখন তার বান্দাকে দিয়ে দেন অনেক পুরস্কার এবং উন্মুক্ত করে দেন তার দানের ভান্ডার।তাই কোন নেক আমলকেই ছোট ও সহজ বলে অবহেলা করা উচিত নয়। কারণ এই ধরনের ছোট সহজ আমল অনেক আমলের মধ্যেই নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার।
কয়েকটি নেক আমল ও শিষ্টাচার
হাদিসে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা ছোট এবং আমল করতে সহজ, কিন্তু এর প্রাপ্তি ও পুরস্কার অনেক বেশি।
✔️ রাসুল (সাঃ) বলেছেন, কোন সৎ কাজকেই কখনো তুচ্ছ জ্ঞান করবে না। যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ।
(সহীহ মুসলিম)
✔️ রাসুল (সাঃ) বলেছেন, সন্ধ্যাবেলা তোমরা সন্তানদের ঘরে আগলে রাখবে। কারণ এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রান্ত হলে, তাদেরকে ছেড়ে দিতে পারো। (রাতে) ঘরের দরজা বন্ধ করে রাখবে। কেননা, শয়তান বদ্ধ দরজা খুলতে পারে না।
✔️ তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের পানির পাত্রের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্র গুলো ঢেকে রাখবে। ঢাকনা জাতীয় কিছু না পেলে, নিদেনপক্ষে পাত্র গুলোর ওপর আড়াআড়ি করে কিছু দিয়ে রাখবে।
(ঘুমানোর সময়) অবশ্যই তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে।
( সহীহ বুখারি: ৫৬২৩; সহীহ মুসলিম: ২০১২)
সহজ আমল নেকি বেশি ও কয়েকটি নেক আমল
✔️ যে ব্যক্তি নিচের বাক্যটি প্রতিদিন ১০০ বার পড়বে, তার যাবতীয় গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা হয় সমুদ্রের ফেনা পরিমাণ -
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
উচ্চারণ : সুবহানাল্লহি ওয়া বিহামদিহ।
অর্থ : আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করছি।
যে ব্যক্তি এই দোয়াটি সকালে ১০০ বার এবং সন্ধ্যায় ১০০ বার পাঠ করবে, কিয়ামতের দিন কেউ তার চেয়ে উৎকৃষ্ট মানের কিছু নিয়ে হাজির হতে পারবে না। তবে হ্যাঁ, কেউ যদি তার মতই এই আমলটি করে কিংবা তার চেয়ে বেশি আমল করে, তাহলে তার ক্ষেত্রে ভিন্ন কথা।
(সহীহ মুসলিম)
✔️ যে ব্যক্তি এই বাক্যটি পাঠ করবে, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপন করা হবে -
سُبْحَانَ اللَّهِ الْعَظِيْمِ وَبِحَمْدِهِ
উচ্চারণ : সুবহানাল্লহিল 'আয্বীমি ওয়া বিহামদিহ।
অর্থ: মহান আল্লাহর প্রশংসা পবিত্রতা বর্ণনা করছি।
(জামিউত তিরমিজি : ৩৪৬৪)
✔️ এমন দুটি বাক্য আছে, যা উচ্চারণে হালকা, তবে মিযানের পাল্লায় যথেষ্ট ভারী; সর্বোপরি আল্লাহর কাছে খুব প্রিয়।
বাক্য দুটি হলো -
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيْمِ
উচ্চারণ : সুবহানাল্লহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লহিল আয্বীম ।
অর্থ : মহান আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করছি; সেই সাথে পবিত্রতা বর্ণনা করছি মহান আল্লাহর।
(সহীহ বুখারী:৬৪০৫; সহীহ মুসলিম : ২৬৯৪)
✔️ আল্লাহর সবচেয়ে প্রিয় বাক্য চারটি। নিচের বাক্যটি আমার কাছে সূর্যলোকে উদ্ভাসিত পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে উত্তম -
سُبْحَانَ اللَّهِ ، والْحَمْدُ لِلَّهِ ، وَلاَاِلَهَ اِلاَّاللّٰهُ ،وَاللّٰهُ اَكْبَرُ
উচ্চারণ : সুবহানাল্লহি , ওয়ালহামদু লিল্লাহি , ওয়ালা ইলাহা ইল্লাল্লহু, ওয়াল্লহু আকবার।
অর্থ : আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সকল প্রশংসা আল্লাহরই। আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। আল্লাহ সর্বমহান।
( সহীহ মুসলিম : ২১৩৭; ২৬৯৫)
✔️ একবার নবীজি ( সাঃ) বললেন, আব্দুল্লাহ ইবনু কাইস, আমি কি তোমাকে জান্নাতের একটি চাবির সন্ধান দেবো না? আব্দুল্লাহ বললেন, অবশ্যই ইয়া রাসুলুল্লাহ। তিনি বললেন, তুমি পাঠ করবে -
لاَ حَوْلَ ولاَقُوَّةَ اِلاَّ بِاللّٰهِ
উচ্চারণ : লা হাওলা ওয়ালা ক্বুওওয়াতা ইল্লা বিল্লাহ।
আল্লাহর সাহায্য ছাড়া ( পাপ কাছ থেকে বাঁচার যেমন) কোন উপায় নেই; তেমনি নেই ( সৎকাজ করার) সাধ্যও।
(সহীহ বুখারী : ৪২০৫; সহীহ মুসলিম : ২৭০৪)
✔️ তোমাদের জন্য কি প্রতিদিন এক হাজার নেকি অর্জন করা খুব কঠিন কিছু? উপস্থিত লোকদের থেকে একজন বলল, এক হাজার নেকি আমরা কীভাবে অর্জন করব? নবীজি বললেন, যে ১০০ বার তাসবিহ পাঠ করবে, তার আমলনামায় এক হাজার নেকি লেখা হবে অথবা এক হাজার (সগিরা) গুনাহ ক্ষমা করে দেয়া হবে।
(সহীহ মুসলিম : ২৬৯৮)
তাসবিহ - سُبْحَانَ اللَّهِ
উচ্চারণ : সুবহানাল্লহ
অর্থ : আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি।
✔️ সর্বশ্রেষ্ঠ দু'আ-
الْحَمْدُ لِلَّهِ
উচ্চারণ : আলহামদুলিল্লাহ।
অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর।
✔️ সর্বশ্রেষ্ঠ যিকির হলো-
لاَاِلَهَ اِلاَّاللّٰهُ
উচ্চারণ : লা- ইলা-হা ইল্লাল্লহ।
অর্থ : আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।
(জামিউত তিরমিজি : ৩৩৮৩)
✔️ চিরস্থায়ী নেক আমল (বাকিয়াতুস সলিহাত) হলো এই দু'আটি -
سُبْحَانَ اللَّهِ ، والْحَمْدُ لِلَّهِ ، وَلاَاِلَهَ اِلاَّاللّٰهُ ،وَاللّٰهُ اَكْبَرُ ولاَ حَوْلَ ولاَقُوَّةَ اِلاَّ بِاللّٰه
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে নবী (সা.)- কে এ বিষয়টি অবহিত করা হয়। তখন নবী (সা.) বলেন, ‘ওই সত্তার শপথ! যার কুদরতি হাতে আমার জীবন, অবশ্যই এ সুরা কুরআন মাজিদের এক- তৃতীয়াংশের সমান।
(বুখারি: ৫০১৩)
নবীজি যেভাবে তাসবিহ পাঠ করতেন
✔️ আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল (সাঃ) -কে ডানহাতের আঙুল ভাঁজ করে তাসবিহ গুনতে দেখেছি।
( জামিউত তিরমিজি : ৩৪১১)