ঘুমানোর দোয়া ও ঘুম থেকে উঠার দোয়া

ঘুমানোর দোয়া ও ঘুম থেকে উঠার দোয়া ও আমল সম্পর্কে হাদিসে বিভিন্ন নির্দেশনা এসেছে।  হাদিসে বর্ণিত প্রতিটি দোয়া ও জিকির একেকটি নেকির ভান্ডার, অমূল্য রতন। 

ঘুম আল্লাহর অনুগ্রহ ও নেয়ামত। ঘুম মানুষের ক্লান্তি-অবসাদ দূর করে।  এটি মহৎ ইবাদতও বটে। মুমিনের কোনো কাজ যখন আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নাহ মোতাবেক শুরু হয়, তখন তা ইবাদতে পরিণত হয়।





ঘুমানোর দোয়া

হজরত হুযাইফাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের বেলায় নিজ বিছানায় শোয়ার (ঘুমানোর আগে) সময় নিজ হাত গালের নিচে রাখতেন। এবং এই দোয়াটি পাঠ করতেন  -


দুয়া : 

اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ : আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।

অর্থ : ‘হে আল্লাহ! আপনারই নামে মরে যাই আবার আপনারই নামে জীবন লাভ করি।’

(সহীহ বুখারী : ৬৩২৪ ; সহীহ মুসলিম : ২৭১১ )





ঘুম থেকে উঠার দোয়া

দোয়া : এক 

 الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

উচ্চারণ- ‘আলহামদু লিল্লাহিল লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।’

অর্থ : ‘সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান।’

(সহীহ বুখারী : ৬৩২৪ ; সহীহ মুসলিম : ২৭১১ )





দোয়া : দুই


لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير، سبحان الله و

الحمد لله، ولا إله إلا الله والله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، رب اغفرلي 

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুওয়া 'আলা কুল্লি শাইইং ক্বদীর। সুবহানাল্লাহ, ওয়াল-হামদু লিল্লাহি, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা ক্বুওওয়াতা ইল্লা- বিল্লা- হিল 'আলিয়্যিল 'আয্বীম। রব্বিগফিরলী।'

অর্থ : আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই। তিনি এক; তার কোন শরীক নেই। একচ্ছত্র রাজত্ব কেবল তারই; সমস্ত প্রশংসার উপযুক্ত ও তিনিই। তিনি সবকিছুই করতে সক্ষম। মহান আল্লাহ পবিত্র; সমস্ত প্রশংসা তাঁরই। আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই। আল্লাহ সুমহান। সমুচ্চ (ও) মহিমান্বিত আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে বাঁচার) কোন উপায় নেই; নেই (সৎ কাজ করারও) সাধ্য। হে আমার প্রতিপালক, আমায় আপনি ক্ষমা করুন। 
(আমিন)


উবাদা ইবনে সামেত (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে ,  তাকে ক্ষমা করে দেয়া হবে। যদি সে দোয়া করে, তবে তার দোয়া কবুল করা হবে। যদি সে উঠে অজু করে এবং সালাত আদায় করে, তাও কবুল করা হবে। 

(সহীহ বুখারী : ১১৫৪ ; জামিউত তিরমিজি : ৩৪১৪)




ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সূরা আল ইমরানের (আয়াত : ১৯০-২০০) -এই দশ আয়াত পাঠ করতেন। 

(ফাতহুল বারি, খন্ড: ১, পৃষ্ঠা : ২৮৮)
Next Post Previous Post