সকাল - সন্ধ্যার দোয়া ও জিকির - শায়খ আহমাদুল্লাহ pdf

দু'আ ইবাদতের মগজ, মুমিনের হাতিয়ার। ইসলামে সকাল সন্ধ্যার দোয়া ও জিকিরের প্রতি অধিক  গুরুত্বারোপের কারণ - সৃষ্টির সাথে স্রষ্টার যে সম্পর্ক, দু'আর মধ্য দিয়ে তা প্রবলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। দু'আর মধ্য দিয়ে আমাদের প্রাত্যহিক জীবন হয়ে ওঠে আরো মার্জিত।





সকাল সন্ধ্যার দোয়া ও জিকির - শায়খ আহমাদুল্লাহ pdf 

সকাল সন্ধ্যার দু'আ ও যিকির pdf  বইটি শায়খ আহমাদুল্লাহ -এর লেখা। বইটি অনলাইন থেকে সংগ্রহ করেছি। 



সকাল সন্ধ্যার দু'আ ও যিকির বইটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই-

বইয়ের নাম : সকাল সন্ধ্যার দু'আ ও যিকির  

লেখক : শায়খ আহমাদুল্লাহ 

প্রকাশনা : আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স

মোট পৃষ্ঠা সংখ্যা : ৩২

ক্যাটাগরি : পিডিএফ ফাইল




ডাউনলোড লিংক


এটি একটি পকেট সাইজের বই। এই বইয়ে সকাল সন্ধ্যার বিভিন্ন দু'আ ও যিকির সংকলন করা হয়েছে এই বই এর বিশেষত্ব হলো উচ্চারণসহ প্রতিটি দু'আ ও যিকিরের সাথে সাথে বিশুদ্ধ সূত্রে বর্ণিত ফজিলত ও আলোচনা করা হয়েছে।  সাথে পাঠক-দের সুবিধার্থে টিকায় রেফারেন্স যুক্ত করে দেয়া হয়েছে।  

এই বইয়ে পাঁচ ওয়াক্ত সালাত পরবর্তী প্রয়োজনীয় দু'আ ও যিকির গুলো পাবেন। 



হাশরের ময়দানে বান্দার আমলের হিসাব গ্রহণ করা হবে। তার পাপ পূর্ণ পাল্লায় তোলা হবে। বিস্ফারিত চোখে বান্দা তখন এদিক ওদিক তাকাতে থাকবে। সারা জীবনের সমস্ত আয় ও পরিশ্রমকে একত্র করে তার বিনিময়েও যদি কোন ভাবে, কারো কাছ থেকে একটি মাত্র নেকি পাওয়া যায়, বান্দা তাই  লুফে নিতে চাইবে। কিন্তু আফসোস, সেই সুযোগ তার আর থাকবে না। 



হাদিসে বর্ণিত প্রতিটি দু'আ ও যিকির এক একটি নেকীর ভান্ডার, অমূল্য রতন। দু'আ হলো মুমিনের হাতিয়ার।  শত্রুর বিরুদ্ধে সবসময় সে হাতিয়ার প্রস্তুত রাখতে হয়। আর মুমিনের জীবনের শয়তানের চেয়ে বড় শত্রু আর কেউ নেই। শয়তান প্রতিনিয়ত চক্রান্ত করে চলছে।



জগতের সম্পদ অর্জনে পরিশ্রম অপরিহার্য, কিন্তু পরকালের পথে এসব দু'আ ও যিকির এমনই এক সম্পদ, যা হাসিল করতে আপনাকে কোন পরিশ্রম করতে হবে না। অথচ এই শ্রমহীন সম্পদের মূল্য এতই বেশি যে বিচার দিবসের কঠিন মুহূর্তে এই সম্পদ হবে বান্দার একমাত্র পুঁজি এই পুঁজি কেবল আখিরাতেই নয়; দুনিয়াতেও আমাদের ভীষণ প্রয়োজন।



এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার বেশ কিছু দু'আ ও যিকির আমাদেরকে শিখিয়ে গেছেন। এগুলো মুমিনের জন্য রক্ষাকবচ, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পাবার মাধ্যম। তাই আমাদের দৈনন্দিন জীবনের আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব। যাদের শ্রমে সমৃদ্ধ এই বই, মহান আল্লাহ তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন, আমীন। 

Next Post Previous Post